Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২৬ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১০ ১৪২৮ ||  ১৮ রবিউল আউয়াল ১৪৪৩

‘জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ২৪ সেপ্টেম্বর ২০২১  
‘জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (ফাইল ফটো)

ধর্মীয় কুসংস্কার, উগ্রবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মেহেরপুরে জেলা পূজা উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

ফরহাদ হোসেন বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার সুস্থ ধর্ম চর্চায় বিশ্বাস করে। আমরা চাই, প্রতিটি ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীন ও সুন্দরভাবে পালন করবে।’

তিনি আরও বলেন, ‘এ দেশের মানুষ হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে বসবাস করে যাচ্ছে। এই সম্প্রীতি যেন কেউ নষ্ট না করতে পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।'

অনুষ্ঠানে মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্যসহ পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

নঈমুদ্দীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়