ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রধানমন্ত্রীর জন্মদিনে সারাদেশে করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ২৮ সেপ্টেম্বর ২০২১  
প্রধানমন্ত্রীর জন্মদিনে সারাদেশে করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন

ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৮০ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে সারাদেশে চলছে করোনার টিকাদানের বিশেষ ক্যাম্পেইন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় শুরু হওয়া এই ক্যাম্পেইন লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলবে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গেছে, ক্যাম্পেইন শুরুর প্রথম ২ ঘন্টায় অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব বয়স্ক জনগোষ্ঠী, নারী ও প্রতিবন্ধীদের টিকা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম বলেন, ক্যাম্পেইনে আগে রেজিস্ট্রেশন করা ২৫ বছরের বেশি বয়স্করা এসএমএস পেলে টিকা কেন্দ্রে এসে টিকা নিতে পারবেন। তবে এসএমএস দেওয়ার ক্ষেত্রে চল্লিশোর্ধ্বদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। টিকা নেওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র এবং টিকা কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। এই ক্যাম্পেইনে স্তন্যদানকারী ও গর্ভবতী মায়েদের টিকা দেওয়া হবে না। আজকে যারা প্রথম ডোজ টিকা নিচ্ছেন, তারা আগামী মাসের ঠিক একই তারিখে দ্বিতীয় ডোজ টিকা পাবেন।

সাওন/সুমি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়