ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মেয়েরা বোঝা নয়, সম্পদ: স্পিকার

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৩, ৩০ সেপ্টেম্বর ২০২১  
মেয়েরা বোঝা নয়, সম্পদ: স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘অভিভাবকদের বুঝতে হবে, মেয়েরা কখনো বোঝা নয়, বরং সম্পদ। তাদের স্বাবলম্বী হওয়ার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।’

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ময়মনসিংহের নান্দাইলে কোভিডকালীন কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক পরামর্শ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নিয়েছে। মেয়েদের জন‌্য উচ্চ শিক্ষা ও কারিগরি শিক্ষার যথাযথ ব্যবস্থা করা হয়েছে। নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক, পরিবার পরিকল্পনা ক্লিনিক, ল্যাকটেটিং ভাতার ব্যবস্থা ইত্যাদি বহুমুখী কার্যক্রম নেওয়া হয়েছে। প্রজনন স্বাস্থ্যের বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে। কেননা, একজন সুস্থ মা-ই পারেন সুস্থ জাতি উপহার দিতে।’

তিনি আরও বলেন, ‘করোনাকালে বিশ্বব্যাপী অর্থনৈতিক ও সামাজিকভাবে নেতিবাচক প্রভাব পড়েছে। কিশোর-কিশোরীদের মানসিকতার ওপরও এর প্রভাব পড়েছে। এসব সমস্যা থেকে উত্তরণে সামাজিকভাবে উদ্ভাবনী সমাধান খুঁজতে হবে।‘

স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খানের সভাপতিত্বে ও সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, ফখরুল ইমাম এমপি, অ‌্যারোমা দত্ত এমপি, আবিদা আনজুম মিতা এমপি, শামীমা আক্তার এমপি বক্তব্য রাখেন।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়