ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এডিস-কিউলেক্স মশার বিরুদ্ধেও চিরুনি অভিযান ৯ অক্টোবর থেকে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ২ অক্টোবর ২০২১  
এডিস-কিউলেক্স মশার বিরুদ্ধেও চিরুনি অভিযান ৯ অক্টোবর থেকে

এডিসের পাশাপাশি কিউলেক্স মশার বিরুদ্ধে ৯ অক্টোবর থেকে চিরুনি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার (২ অক্টোবর) এডিস মশা ও ডেঙ্গু মোকাবিলায় উত্তরার ৪ নম্বর সেক্টরে জনসচেতনতামূলক র‍্যালি উদ্বোধন ও মশক নিধন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান মেয়র।

তিনি বলেন, ‘সুস্থতার জন্য সামাজিক আন্দোলনের কার্যকর প্রভাবেই ডিএনসিসি এলাকার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। শনাক্তের হারও রাজধানীর অন্যান্য এলাকার তুলনায় অনেক কম।’

আতিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ডিএনসিসির পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পর শুক্র ও শনিবার সরকারি, বেসরকারি ও আধা সরকারি বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ ফগিং ও লার্ভিসাইডিং কার্যক্রম অব্যাহত আছে।’

তিনি বলেন, ‘রোদের পর বৃষ্টি, বৃষ্টির পর রোদ—এরকম আবহাওয়া এডিস মশার বংশবিস্তারে সহায়ক ভূমিকা পালন করে। তাই এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে।’

ডিএনসিসি মেয়র বলেন, ‘কারও একার পক্ষেই এডিস মশা দূর করা সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে। নগরসহ দেশকে রক্ষা করার দায়িত্ব সকলের, নিজ নিজ অবস্থানে থেকে এ বিষয়ে সকলকে দায়িত্ব পালন করতে হবে। আশা করা যাচ্ছে, আগামী ২ সপ্তাহের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হবে।’

এ সময় মেয়রের সঙ্গে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেসবাহ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়