ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রোমের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ৭ অক্টোবর ২০২১  
রোমের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ইতালির রোমের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বুধবার দিবাগত রাত ১.৪০ মিনিটে ঢাকা ত্যাগ করেন তিনি।

জানা যায়, আগামী ৮-৯ অক্টোবর ইতালির রোমে প্রি-কপ২৬ পার্লামেন্টারি কনফারেন্স অনুষ্ঠিত হবে। ওই কনফারেন্সে স্পিকারের নেতৃত্বে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি, জাফর আলম এমপি এবং সংসদ সচিবালয়ের সচিব কে, এম, আব্দুস সালাম অংশগ্রহণ করবেন।

এরপর আগামী ১৩-১৫ অক্টোবর রাশিয়ার সেন্ট-পিটার্সবার্গে ৩য় ইউরেশিয়ান ওমেন্স ফোরামে অংশগ্রহণ করবেন স্পিকার। ওই সম্মেলনে স্পিকারের নেতৃত্বে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, আদিবা আনজুম মিতা এমপি এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন এমপি অংশগ্রহণ করবেন।

আগামী ১৭অক্টোবর স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।

আসাদ/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়