Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০২ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৮ ১৪২৮ ||  ২৫ রবিউস সানি ১৪৪৩

তুরাগ নদে প্রথম দিনের উদ্ধার অভিযান সমাপ্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ৯ অক্টোবর ২০২১   আপডেট: ২১:৪৬, ৯ অক্টোবর ২০২১

ঢাকার আমিনবাজারে তুরাগ নদে নৌকাডুবির ঘটনায় প্রথম দিনের উদ্ধার অভিযান শেষ হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে প্রথম দিনের উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শনিবার রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এম মোশাররফ হোসেন বলেছেন, ‘এখনও দুজন নিখোঁজ আছেন বলে তাদের স্বজনরা জানিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই রোববার (১০ অক্টোবর) সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে। তুরাগ নদ থেকে এ পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে।’

শনিবার দুপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল তুরাগ নদীতে নিখোঁজদের সন্ধানে অভিযান চালায় বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসকে সহযোগিতায় করতেই উদ্ধার অভিযানে অংশ নেয় কোস্ট গার্ড।’

শনিবার ভোর ৫টা ৩০মিনিটের দিকে আমিনবাজার থেকে রাজধানীর গাবতলীতে যাওয়ার পথে বালুবাহী বাল্কহেডের ধাক্কা লেগে শ্রমিকবাহী নৌকাটি ডুবে যায়।

ঢাকা/মাকসুদ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়