ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘ক্যান্সার প্রতিরোধে সচেতনতা জরুরি’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ১১ অক্টোবর ২০২১  
‘ক্যান্সার প্রতিরোধে সচেতনতা জরুরি’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতা জরুরি। ক্যান্সার একটি ভয়াবহ রোগ। স্তন ক্যান্সার এখন আগের চেয়ে বেশি হচ্ছে। তাই আমাদেরকে এ ব্যাপারে আরও বেশি সচেতন হতে হবে।

সোমবার (১১ অক্টোবর) বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে উত্তরায় আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে নতুন দুটি ইউনিট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। নতুন এই ইউনিট দুটি হলো, কাজী রফিকুল আলম টিউমার বোর্ড ও অধ্যাপক ডা. এমএ হাই ক্যান্সার রেজিস্ট্রি অ্যান্ড রিসার্চ সেন্টার। 

এ সময় মেয়র বলেন, ‘আমি নগরপিতা নই, নগরের মানুষদের সেবক হিসেবে থাকতে চাই। নগরের ৫৪টা ওয়ার্ডের মেয়র হিসেবে আমি ৫৪টা ওয়ার্ডেই যাই। ভোট চাওয়ার জন্য যদি সব স্থানে যেতে পারি, তবে সেবা দেওয়ার জন্যও সবখানে আমাকে যেতে হবে।’

আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এমএ হাই ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এছাড়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল যোবায়দুর রহমান, আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. কামরুজ্জামান চৌধুরী, ডা. শরীফুল ইসলাম, নির্বাহী পরিচালক ডা. কাজী এহসানুর রহমানসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ উপস্থিত ছিলেন।

ঢাকা/মেসবাহ য়াযাদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়