ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

অক্টোবরেই শুরু হবে ১৮৬টি মিনি স্টেডিয়াম নির্মাণ

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০০, ১৬ অক্টোবর ২০২১   আপডেট: ০৯:৫১, ১৭ অক্টোবর ২০২১
অক্টোবরেই শুরু হবে ১৮৬টি মিনি স্টেডিয়াম নির্মাণ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে ১২৫টি উপজেলায় ইতোমধ্যে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা ব্যয়ে আরও ১৮৬টি মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ এ মাসেই শুরু করা হবে।’

শনিবার (১৬ অক্টোবর) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত মেয়র কাপ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। 

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর  পরিবারের প্রতিটি সদস্যই অত্যন্ত ক্রীড়ামোদি ছিলেন। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এ দেশে আধুনিক ফুটবলের রূপকার।  তিনি আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠা করেন। ১৯৭৩ সালে আবাহনীর জন্য বিদেশি কোচ বিল হার্টকে নিয়ে এসেছিলেন শেখ কামাল। শহীদ শেখ জামালও ছিলেন সফল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক। তিনি ভালো টেনিস খেলোয়াড় ছিলেন। পারিবারিকভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলা পছন্দ করেন। তার সার্বিক পৃষ্ঠপোষকতায় দুর্বার গতিতে এগিয়ে চলছে দেশের ক্রীড়াঙ্গন। ফুটবল ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়ায় একের পর এক সাফল্য অর্জিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান ক্রীড়াবান্ধব সরকার ক্রীড়ার উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। প্রতিটি জেলায় ইনডোর স্টেডিয়াম, টেনিস কমপ্লেক্স, সুইমিং পুল ও জিমনেসিয়াম নির্মাণ করা হচ্ছে।’

রাজধানীর দখলকৃত খেলার মাঠগুলো উদ্ধারে পদক্ষেপ নিতে সিটি করপোরেশনকে অনুরোধ জানিয়েছেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানের অতিথিরা মেয়র কাপ ক্রীড়া প্রতিযোগিতার ট্রফি ও লোগো উন্মোচন করেন।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়