ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এলপিজি’র বাজারে শৃঙ্খলা আনার আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ১৮ অক্টোবর ২০২১   আপডেট: ১২:৫৪, ১৮ অক্টোবর ২০২১
এলপিজি’র বাজারে শৃঙ্খলা আনার আহ্বান

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজারে শৃঙ্খলা আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। 

সোমবার (১৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে আমরা সক্রিয় নিবন্ধিত গ্রাহক প্রতিনিধি হিসেবে কাজ করে আসছি দীর্ঘদিন ধরে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, কনজ্যুমার অ‌্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ সব স্টেকহোল্ডারদের সমন্বয়ে এলপিজি ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গণশুনানি করে। গত ১০ অক্টোবর ১২ এলপিজি সিলিন্ডারের মূল্য ১২৫৯ টাকা এবং অটো গ্যাসের মূল্য ৮.১২ টাকা বাড়িয়ে ৫৮ টাকা ৬৮ পয়সা নির্ধারণ করে কমিশন। গণশুনানিতে আন্তর্জাতিক বাজার, বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট, সামাজিক অবস্থান এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সমন্বয় মূল্য নির্ধারণের প্রস্তাব করা হয় বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। 

মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক বাজারে বিউটেনও প্রোপেন এর মূল্য বৃদ্ধি পেয়েছে। তার মানে এই নয় যে, ১২ কেজি সিলিন্ডারের মূল্য এক লাফে ২২৬ টাকা বাড়াতে হবে। আমাদের প্রস্তাব কমিশন মূল্যায়ন করেনি ঠিক একইভাবে তাদের নিজস্ব কারিগরি মূল্যায়ন কমিটির প্রস্তাব ১০৯৮ টাকাও রাখা হয়নি।’

তিনি আরও বলেন, ‘ আমার জানিয়েছিলাম, ডিসট্রিবিউশন কমিশন, ডিলার ও রিটেইলারদের জন্যে নির্ধারিত কমিশন ছাড়াও খুচরা পর্যায়ে গ্রাহকদের কাছ থেকে নির্ধারিত দামের চাইতেও অতিরিক্ত মাশুল আদায় করা হয়ে থাকে। এক্ষেত্রে অপারেটরদের দাবি ছিলো এসব  চার্জ আরও বাড়ানো। গত ১০ অক্টোবর বিকেল থেকে বাজারে প্রতিটি সিলিন্ডারের মূল্য ১৩৫০-১৪০০ টাকা নেওয়া হচ্ছে গ্রাহকদের কাছ থেকে। ডিলার রিটেলার রা গ্রাহকদের কোনো রশিদ  দিচ্ছে না।  বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।’

মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কাছে আমাদের আহ্বান থাকবে, দ্রুত বাজার পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।’

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়