ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘সাম্প্রদায়িক উস্কানিদাতাদের শিগগির গ্রেপ্তার করা হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ১৯ অক্টোবর ২০২১   আপডেট: ১৬:৪৭, ১৯ অক্টোবর ২০২১
‘সাম্প্রদায়িক উস্কানিদাতাদের শিগগির গ্রেপ্তার করা হবে’

র‌্যাবের সদর দপ্তরে আলোচনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘যারা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন, তাদের শিগগিরই গ্রেপ্তার করা হবে। সেভাবেই কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর উত্তরায় র‌্যাবের সদর দপ্তরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা এ ধরনের কর্মকাণ্ড করছেন, তাদের জবাবদিহির আওতায় আনা হবে। তারা মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে ফায়দা লোটার চেষ্টা করছেন? কুমিল্লার মূল অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছে। তাকে শিগগিরই গ্রেপ্তার করা হবে।’

তিনি আরও বলেন, ‘তাদের এসব গুজব ও উস্কানিমূলক কর্মকাণ্ড রাষ্ট্রের ভেতর বিশৃঙ্খলা তৈরির জন‌্য। তবে, এটা মনে রাখা দরকার, তাদের সে স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। কেননা, বর্তমান সরকার জনগণকে শান্তিতে, নিরাপদে রাখতে সার্বক্ষণিক কাজ করছে। আগেও তারা বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফায়দা লোটার চেষ্টা করেছে। কিন্তু সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা হতে দেয়নি। এ ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না। কুমিল্লা, রংপুরে যে ঘটনা ঘটেছে, তা দুঃখজনক। আমরা পুলিশের পাশাপাশি সব সংস্থাকে তদন্তের নির্দেশ দিয়েছি।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘গত ১৬ মে রাজধানীর পল্লবীতে সাইনুদ্দিন নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটিকে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে চালানো হচ্ছে। কাদের ইন্ধনে এটি করা হয়েছে, তা তদন্তে বেরিয়ে আসবে। কুমিল্লায় পূজামণ্ডপে যিনি ঘটনা ঘটিয়েছেন, তাকে আমরা শনাক্ত করতে পেরেছি। কিন্তু বারবার স্থান পরিবর্তন করায় তাকে ধরতে একটু বেগ পেতে হচ্ছে। দ্রুত তাকে ধরে আইনের মুখোমুখি করা হবে।’

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়