ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পীরগঞ্জে ক্ষতিগ্রস্তদের জন্য খাবার-অর্থ বরাদ্দ-ঢেউটিন বরাদ্দ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ১৯ অক্টোবর ২০২১  
পীরগঞ্জে ক্ষতিগ্রস্তদের জন্য খাবার-অর্থ বরাদ্দ-ঢেউটিন বরাদ্দ 

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় সম্প্রতি ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা প্রদানের লক্ষে একশ’ বান্ডিল ঢেউটিন এবং গৃহ নির্মাণ বাবদ তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া শুকনো ও অন্যান্য খাবারের দুই শ’ প্যাকেটও বরাদ্দ দেওয়া হয়েছে। 

সোমবার (১৮ অক্টোবর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

এতে বলা হয়, বরাদ্দকৃত প্রতিটি প্যাকেটে ১০ কেজি মিনিকেট চাল, ১ কেজি দেশি মসুরের ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১০০ গ্রাম মরিচের গুঁড়া, ২০০ গ্রাম হলুদের গুঁড়া এবং ১০০ গ্রাম ধনিয়া গুড়াসহ মোট আটটি আইটেম রয়েছে। 

এদিকে ঢেউটিন, নগদ অর্থ এবং অন্যান্য খাবার সংশ্লিষ্ট সংসদ সদস্যের পরামর্শক্রমে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

নঈমুদ্দীন/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়