ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মুগদা হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ২১ অক্টোবর ২০২১   আপডেট: ১৩:৩৩, ২১ অক্টোবর ২০২১
মুগদা হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মুগদা হাসপাতালে ছয়তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ‌্য জানিয়েছেন।

রাইজিংবিডিকে খালেদা ইয়াসমিন বলেন, প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

এর আগে বেলা সাড়ে ১২ টার দিকে মুগদা জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এদিকে, আগুন লাগার পর আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাদের ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে ফেলে।

হাসপাতালের পরিচালক অসীম কুমার সাহা রাইজিংবিডিকে বলেন, প্রতিদিনের মতো আইসিইউতে রোগীদের চিকিৎসা চলছিল। মূলত এখানে করোনা বা অন্য কোন সংকটাপন্ন রোগীকে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু হঠাৎ করে বিস্ফোরণ ঘটে।  পরে আগুন ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে।  তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। 

মাকসুদ/এসবি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়