ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৩৬ লাখ টাকা বরাদ্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ২১ অক্টোবর ২০২১  
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৩৬ লাখ টাকা বরাদ্দ

সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা দিতে ৩৬ লাখ  নগদ টাকা এবং শুকনো খাবার বরাদ্দ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়।

বন্যায় ক্ষতিগ্রস্ত রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট এই ৪ জেলার প্রতিটির জন্য নগদ ৫ লাখ করে ২০ লাখ টাকা, গোখাদ্য ক্রয় বাবদ ২ লাখ করে ৮ লাখ টাকা, শিশু খাদ্য ক্রয় বাবদ ২ লাখ করে ৮ লাখ টাকাসহ মোট ৩৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি জেলার জন্য এক হাজার করে মোট চার হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।

তিটি প্যাকেটে ১০ কেজি মিনিকেট চাল, ১ কেজি দেশি মসুরের ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১০০ গ্রাম মরিচের গুঁড়া, ২০০ গ্রাম হলুদের গুঁড়া এবং ১০০ গ্রাম ধনিয়া গুড়াসহ মোট আটটি আইটেম রয়েছে। প্রতিটি প্যাকেট খাবারে চার সদস্যের পরিবারের প্রায় এক সপ্তাহ চলে যাবে বলে আশা করা হচ্ছে।

মঞ্জুরিকৃত অর্থ এবং শুকনো ও অন্যান্য খাবার সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সাথে পরামর্শক্রমে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়াও গোখাদ্য হিসেবে বিভিন্ন প্রকার ভুষি, খৈল, চালের কুড়া, চিটাগুড়, খড়, মানসম্মত রেডিমেড ফুড ইত্যাদি এবং শিশু খাদ্য হিসেবে বিভিন্ন ধরনের খেজুর, বিস্কুট, ফর্টিফাইড তৈল, ব্রাউন চিনি, মসুর ডাল, সাগু, ফার্টিফাইড চাল, ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট, বাদাম, মানসম্মত রেডিমেড ফুড ইত্যাদি খাদ্যদ্রব্য স্থানীয়ভাবে ক্রয় করে বিতরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

নঈমুদ্দীন/এসবি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়