ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মামলার পর আবার নিজ মোটরসাইকেলে আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ২১ অক্টোবর ২০২১   আপডেট: ২০:৫২, ২১ অক্টোবর ২০২১
মামলার পর আবার নিজ মোটরসাইকেলে আগুন

ছবি সংগৃহীত

পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন এক রাইড শেয়ারিং চালক। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর পলাশী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনার পরপরই মোটরসাইকেল চালককে থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় কেন তিনি মোটরসাইকেলে আগুন দিলেন।

তিনি পুলিশকে জানান, মূলত মামলা হওয়ায় ক্ষুব্দ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন। পুলিশের এই ঝামেলা থেকে বাঁচতে রাইড শেয়ারিং আর করবেন না বলেও নিশ্চিত করেন।

সন্ধ্যায় লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম মোরশেদ বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, দুপুরে ট্রাফিক সার্জেন্টের কাছ থেকে মামলা খাওয়ার পর ইলিয়াস মিয়া নামের ওই ব্যক্তি নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সার্জেন্ট তাকে ১ হাজার টাকা জরিমানা করতে গেলে ইলিয়াস রেগে যান।  এরপর তিনি গাড়িতে আগুন দেওয়ার সিদ্ধান্ত নেন। যার ভিডিও ফুটেজ ইলিয়াস নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করে দেন।  

প্রসঙ্গত, এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডায় নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন এক চালক।

 

আরও পড়ুন > নিজের মোটরসাইকেলে আগুন দিলেন যুবক

মাকসুদ/এসবি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়