ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রংপুরে ক্ষতিগ্রস্থ হিন্দু সম্প্রদায়ের পাশে গনস্বাস্থ্য কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ২২ অক্টোবর ২০২১  
রংপুরে ক্ষতিগ্রস্থ হিন্দু সম্প্রদায়ের পাশে গনস্বাস্থ্য কেন্দ্র

রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৩ নম্বর রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া-বড় করিমপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগস্থ ১৬৯ টি ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ২৫০ বস্তা খাদ্য সামগ্রী বিতরণ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।

শুক্রবার (২২ অক্টোবর) এলাকার বটের হাট বাজার প্রাঙ্গনে খাদ্য সমগ্রী বিতরণ করা হয়। গনস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এতথ্য জানান।
জাহাঙ্গীর আলম মিন্টু জানান, বিতরণকৃত খাদ্য সমগ্রীর মধ্যে রয়েছে প্রতি বস্তায় ১৫ কেজি চাল, ১০ কেজি আটা, ৫ কেজি আলু, ২ কেজি ডাল ও ১ কেজি সয়াবিন তেল। 

খাদ্যসমগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন,  গণস্বাস্থ্য কেন্দ্রের আঞ্চলিক পরিচালক কাওছার আলী রেজা, ফিজিওথেরাপিষ্ট মো. নাবিল হোসেন, কষি সম্প্রসারন কর্মকর্তা মো. মহিদুল ইসলাম। এছাড়া বিতরণকালে সহযোগিতা করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, রাধাগোবিন্দ মন্দিরের সম্পাদকসহ ৫ জন সেচ্ছাসেবী ।

প্রসঙ্গত, গত ২০ অক্টোবর গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ২১ সদস্য টিম হামলায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ করেন। তারা ক্ষতিগ্রস্থ অসহায় লোকজনের সঙ্গে কথা বলেন।

গত ১৫ অক্টোবর রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৩ নম্বর রামনাথপুর ইউনিয়নর মাঝিপাড়া বড় করিমপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ৬১ টি বাড়ি ও ২ টি মন্দিরে অগ্নিসংযোগ ও লুটপাট হয়।সেখানে ক্ষতিগ্রস্থ পরিবারের অনেকেই খোলা আকাশের নীচে অসহায় অবস্থায় অবস্থান করছেন।

ঢাকা/সাওন/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়