ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে চিনি আমদানির সুপারিশ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ৩১ অক্টোবর ২০২১  
শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে চিনি আমদানির সুপারিশ

জাতীয় সংসদ ভবন (ফাইল ফটো)

বাজার স্থিতিশীল রাখতে রমজান মাসের আগেই শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে সরাসরি চিনি আমদানির সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার (৩১ অক্টোবর) সংসদ ভবনে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নবম বৈঠকে এ সুপারিশ করা হয়।

আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এ কে এম ফজলুল হক, মোহাম্মদ সাহিদুজ্জামান, কাজিম উদ্দিন আহম্মেদ এবং পারভীন হক সিকদার।

বৈঠকে চিনি শিল্পকে ঢেলে সাজানোর জন্য অতিরিক্ত জনবল ছাঁটাই করার সুপারিশ করা হয়।

আসন্ন পিক সিজনে নিরবচ্ছিন্নভাবে সার সরবরাহের লক্ষ্যে সংশ্লিষ্ট কারখানা মালিক ও বাফার ইনচার্জদের সঙ্গে সমন্বয় সভা করে সার্বিক কাজ ত্বরান্বিত করার সুপারিশ করা হয়। এছাড়া, ঢাকা স্টিল অ‌্যান্ড ব্লেড ফ্যাক্টরিকে (সোর্ড ব্লেড) জরুরি ভিত্তিতে উৎপাদনে যাওয়ার জন‌্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়