ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরো এক ব্যক্তির মৃত্যু 

মেডিক্যাল প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ১৬ নভেম্বর ২০২১  
সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরো এক ব্যক্তির মৃত্যু 

রাজধানীর সায়দাবাদ এলাকার জনপথ মোরে একটি মার্কেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরো একজন মারা গেছেন। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর এইচডিইউতে মো.আবুল কালাম (৫০) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। এর আগে ওই ঘটনায় দগ্ধ বিশ্বনাথ দত্ত এবং মো. রিপন নামে আরো দুই জনের মৃত্যু হয়। 

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে আবুল কালামের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন এস এম সার্জন এস এম আইয়ুব হোসেন।

নিহতের স্ত্রী রিনা বেগম বলেন, ‘আমার স্বামী আবুল কালাম রঙেয়ের কাজ করতেন। হঠাৎ বিস্ফোরণে তিনি দগ্ধ হন। পরে তাকে শেখ হাসিনা বার্নে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে আবুল কালাম মারা যান।আমরা শ্যামপুর থানার জুরাইন এলাকায় ২ সন্তানকে নিয়ে থাকতাম।’ 

চিকিৎসক আইয়ুব হোসেন জানান, শনিবার (১৩ নভেম্বর) সায়েদাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৬ জনকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল। মঙ্গলবার সকালে আবুল কালাম মারা যান। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। 

তিনি আরও জানান, ওই ঘটনায় শফিকুল ইসলামের ৭৮ শতাংশ, কবিরের ৮৫ শতাংশ এবং রবিনের শরীরের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। 

বুলবুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়