ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘রেলে যাত্রীসেবার মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলছে’

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৯, ১৬ নভেম্বর ২০২১   আপডেট: ২১:১৯, ১৬ নভেম্বর ২০২১
‘রেলে যাত্রীসেবার মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলছে’

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘রেলওয়ে নিরাপদ, আরামদায়ক এবং সাশ্রয়ী গণপরিবহন। বাংলাদেশের মতো জনবহুল দেশে সড়ক পথে যানজট থাকায় যাত্রীদের কাছে রেলের চাহিদা বাড়ছে। আধুনিক বিশ্বের রেল ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ রেলওয়ে যাত্রীসেবার মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে।’

মঙ্গলবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে চট্টগ্রাম-৪ আসনের এমপি দিদারুল আলমের লিখিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপত্বিতে অনুষ্ঠিত সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।

মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে গত এক দশকে ইন্দোনেশিয়া থেকে ৩০০টি মিটারগেজ ও ৫০টি ব্রডগেজ কোচ এবং ভারত থেকে ১২০টি ব্রডগেজ কোচ সংগ্রহ করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে ২০২১-২০২২ অর্থবছরের রাজস্ব বাজেট থেকে ইতোমধ্যে ১০০টি যাত্রীবাহী কোচ পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া, প্রকল্পের আওতায় ১০০টি পুরাতন ক্যারেজ পুনর্বাসনের কার্যক্রম চলছে।’

তিনি জানান, যাত্রীদের সুবিধার্থে নতুন কোচগুলোতে আধুনিক টয়লেট, ওয়াশ বেসিন, স্লাইডিং দরজা, টিভি মনিটর, পরিবেশবান্ধব বায়োটয়লেট, শারীরিকভাবে অসমর্থ যাত্রীদের জন্য বিশেষ ধরনের টয়লেট, শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার রাখা হয়েছে। আরামদায়ক ভ্রমণসহায়ক উন্নত মানের বগি সংযোজন করা হয়েছে। বর্তমানে দক্ষিণ কোরিয়া ও চীন থেকে যথাক্রমে ১৫০টি মিটারগেজ ও ১০০টি ব্রডগেজ কোচ সংগ্রহের প্রকল্প চলছে। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) অর্থায়নে ২০০টি ব্রডগেজ কোচ এবং টেন্ডারার্স ফাইন্যান্সিংয়ের আওতায় ২০০টি মিটারগেজ কোচ কেনা হবে। দুই বছরের মধ্যে কোচগুলো পাওয়া পাবে।

আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়