ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মিরপুরে অবরোধ: যা বলছেন শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ২৪ নভেম্বর ২০২১   আপডেট: ১১:৪২, ২৪ নভেম্বর ২০২১
মিরপুরে অবরোধ: যা বলছেন শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি

সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা

বকেয়া বেতনের দাবিতে মিরপুর ১০ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। তারা পোশাক কারখানায়ও ভাঙচুর চালায় বলে খবর পাওয়া গেছে। তবে মিরপুরে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন শ্রমিক-কর্মচারী লীগ নেতা। 

বুধবার (২৪ নভেম্বর) সকালে জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি রাইজিংবিডিকে বলেন, ‘মিরপুরের ঘটনা গত কয়েকদিন থেকে বিচ্ছিন্নভাবে হচ্ছে। শ্রমিকদের দাবি দাওয়া থাকলে তা গঠনমূলকভাবে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের পথ রয়েছে। আমরা সব সময় বলে আসছি, শ্রমিকদেরকে যাতে কোনো ব্যক্তি বা রাজনীতিতে ব্যবহার করতে না পারে। একটি স্বার্থবাদী গ্রুপ শ্রমিকদের দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য সব সময় সক্রিয় থাকে। মিরপুরের ক্ষেত্রে একই চিত্র উঠে আসছে।’

আরও পড়ুন: মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

শ্রমিকদের কোনো দাবি থাকলে তা মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘আন্দোলন হলে তাও গঠনমূলকভাবে হতে হবে।’

তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রে মালিক নিজের স্বার্থেই নতুন নতুন শ্রমিক নেতা সৃষ্টি করেন। যা পরবর্তীতে তাদের নিজেদেরই সমস্যার কারণ হয়ে যাচ্ছে। এছাড়া, হুটহাট দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে।’ 

আন্দোলনে শ্রমিক আহত বা প্রাণহানির বিষয়ে সব সময় গুজব ছড়ানো হয়  দাবি করে তিনি বলেন, ‘মিরপুরে ঘটনায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে বিভিন্ন দাবি নিয়ে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছেন। এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে।’

ঢাকা/শিশির/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়