Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ৩০ নভেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৬ ১৪২৮ ||  ২৩ রবিউস সানি ১৪৪৩

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ পোশাক শ্রমিকের মৃত্যু

মেডিক্যাল প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ২৬ নভেম্বর ২০২১   আপডেট: ১১:৫৬, ২৬ নভেম্বর ২০২১
নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ পোশাক শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি সাত তলা ভবনের চারতলায় অগ্নিকাণ্ডে তিন যুবক দগ্ধ হয়েছেন। এর মধ্যে মোহাম্মদ মামুন (২৭) চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। মামুন অনন্ত অ্যাপারেলস গার্মেন্টসের হেলপার হিসাবে কাজ করতেন।

শুক্রবার (২৬ নভেম্বর) সকালে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল রাত ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থেকে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ আগুনের ঘটনায় তিনজন দগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন।  এর মধ্যে মামুনের শরীরে ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। পারভেজ ও জীবন চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় ইপিজেডের সামনে আদনান টাওয়ারে আগুনের ঘটনা ঘটে।  

বুলবুল/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়