ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রোহিঙ্গারা নানা অপরাধ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ২৬ নভেম্বর ২০২১   আপডেট: ২২:৫৭, ২৬ নভেম্বর ২০২১
রোহিঙ্গারা নানা অপরাধ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফােইল ফটো)

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘জোর করে আমাদের দেশে ১১ লাখ রোহিঙ্গাকে পাঠানো হয়েছে। আশ্রয় দেওয়ার পর তারা নানা ধরনের অপরাধ করছে। তবে, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যেন জঙ্গি তৎপরতা না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে।’

শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীতে ‘উপমহাদেশে জঙ্গি-মৌলবাদ ও সন্ত্রাস দমন: সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা নির্দিষ্ট জায়গার মধ্যেই আছে। তারা নিজেরা নিজেরা ক্যাম্পের ভেতর বিশৃঙ্খলা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বেড়েছে। রোহিঙ্গাদের কর্মকাণ্ড নজরদারিতে রাখা হয়েছে। নাশকতা প্রতিরোধ যেকোনো সময় সম্ভব হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে সেভাবেই সাজানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মিয়ানমার থেকে ১১ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে জোর করে আমাদের দেশে পাঠানো হয়েছে। আমরা এটুকু বলতে চাই, এই রোহিঙ্গাদের ভেতর থেকেও জঙ্গিবাদ ছড়াতে পারে। রোহিঙ্গাদের তাদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক মহলের জোর তৎপরতা দরকার।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন—দক্ষিণ এশীয় গণসম্মিলনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরীসহ অন্যরা।

মাকসুদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়