ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত করা হচ্ছে: স্বাস্থ‌্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ২৭ নভেম্বর ২০২১   আপডেট: ১৩:৩৯, ২৭ নভেম্বর ২০২১
দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত করা হচ্ছে: স্বাস্থ‌্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ফটো)

দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ায় দেশটির সঙ্গে যোগাযোগ স্থগিত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  

শনিবার (২৭ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য এক অনুষ্ঠানে যাওয়ার আগে অডিও বার্তায় এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন নিয়ে আমরা অবহিত হয়েছি। এই ভেরিয়েন্টটি অতি এগ্রেসিভ। এ কারণে দেশটির সঙ্গে যোগাযোগ স্থগিত করা হচ্ছে।’

তিনি বলেন, ‘সকল এয়ারপোর্ট, ল্যান্ড পোর্ট স্কিনিং প্রক্রিয়া আরও জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। সারাদেশে স্বাস্থ্যবিধি এবং মাস্ক পরার বিষয়ে জোর তাগিদ দেওয়া হচ্ছে। এ বিষয়ে জেলা পর্যায়েও নির্দেশনা দেওয়া হচ্ছে। অন্যান্য জায়গা থেকেও যারা আসবে সেই বিষয়েও যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হবে।’ 

আরও পড়ুন : আফ্রিকান ভ্যারিয়েন্ট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ 

করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত

করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’

আবারও সীমান্ত বন্ধ করতে যাচ্ছে এশিয়া ও ইউরোপের দেশগুলো

ঢাকা/সাওন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়