ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ভোট ৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ২৭ নভেম্বর ২০২১   আপডেট: ১৪:২৯, ২৭ নভেম্বর ২০২১
পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ভোট ৫ জানুয়ারি

পঞ্চম ধাপে সারাদেশে ৭০৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

শনিবার (২৭ নভেম্বর) এসব ইউপি’র তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। 

তিনি জানান, পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব ইউপিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১৫ নভেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি।

উল্লেখ‌্য, গত ২০ সেপ্টেম্বর প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ১০০০ ইউপিতে ভোট হবে। এছাড়া, চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।

ঢাকা/হাসিবুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়