ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েও ফিরে এলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ২৮ নভেম্বর ২০২১   আপডেট: ১৫:৫৮, ২৮ নভেম্বর ২০২১
সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েও ফিরে এলেন স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

বিশ্বব্যাপী করোনার আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা মাথাচাড়া দিয়ে উঠেছে। ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্টের গুরুত্ব অনুধাবন করে এ বিষয়ে জরুরি নির্দেশনা ও করণীয় ঠিক করতে শনিবার (২৭ নভেম্বর) সরকারি সফরে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কিন্তু তিনি সুইজারল্যান্ড যাননি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানিয়েছেন, দুবাই থেকেই ভিন্ন আরেকটি ফ্লাইটে রাত ১১টায় দেশে ফিরে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মাইদুল জানান, মন্ত্রী খুব দ্রুতই দেশে ওমিক্রন মোকাবিলা করার বিষয়টি নিয়ে জাতীয় পরামর্শক কমিটির সাথে জরুরি বৈঠক করবেন। বৈঠক শেষে ওমিক্রন মোকাবিলার প্রস্তুতি ও নির্দেশনা জানাবেন।

এর আগে সুইজারল্যান্ডে রওনা দিয়ে এক অডিও বার্তায় আফ্রিকার সাথে যোগাযোগ স্থগিতের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

ঢাকা/সাওন/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়