ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আজকের নির্বাচন মডেল হতে পারে: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ২৮ নভেম্বর ২০২১  
আজকের নির্বাচন মডেল হতে পারে: ইসি সচিব

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ‘মডেল’ হতে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ইসি সচিব বলেন, ‘গণমাধ্যম, মাঠপর্যায়ে আমাদের নিজস্ব কর্মকর্তা ও বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি যে, সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। প্রিজাইডিং অফিসারদের নিয়ন্ত্রণবহির্ভূত কারণে ৯ হাজার ৮৭৩টি ভোট কেন্দ্রের মধ্যে ২১টি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে। যদি আমরা পার্সেন্টেজ করি, তাহলে আমাদের শূন্য দশমিক ২১ পার্সেন্ট ভোট কেন্দ্র বন্ধ হয়েছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। আমাদের কাছে যে তথ্য আছে, তাতে ২৪ জন আহত হয়েছেন। কেউ নিহত হননি।’

অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত ধাপে আমরা দেখেছি, কিছু প্রাণহানি ঘটেছে। যদিও এগুলো কেন্দ্রের বাইরে ঘটেছে। আজকে একটি জীবনও হারাতে হয়নি। আমরা মনে করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো কাজ করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভালো কাজ করেছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা ভালো কাজ করেছেন। প্রার্থী এবং তাদের ফলোয়াররা কিছুটা হলেও সহনশীল ছিলেন। আমি তো মনে করি, আজকে যে নির্বাচন হয়েছে, এটা মডেল হতে পারে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর, ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান এবং যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান।

হাসিবুল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়