ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘ডিজিটালাইজেশন ছাড়া চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মেলানো সম্ভব না’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ২৮ নভেম্বর ২০২১   আপডেট: ২২:১৬, ২৮ নভেম্বর ২০২১
‘ডিজিটালাইজেশন ছাড়া চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মেলানো সম্ভব না’

‘লিভারেজিং ফোর্থ আইআর’ শীর্ষক সেমিনারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘ডিজিটালাইজেশন ছাড়া চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে চলা সম্ভব হবে না।'

রোববার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে ‘লিভারেজিং ফোর্থ আইআর’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

বাংলাদেশে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি।

বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে প্রস্তুত হচ্ছে, উল্লেখ করে এ বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন এবং পদক্ষেপ ও পরিকল্পনা তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘প্রযুক্তির কল্যাণে অর্থনীতি ও সমাজে নাটকীয় পরিবর্তনের মাধ্যমে নাগরিকরা এখন আধুনিক সুবিধা ভোগ করছেন।’

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক জ্ঞানভিত্তিক শিল্পে নিজেদের অবস্থান সুসংহত করতে ইন্টারনেট অব থিংকস ব্যবহার করে তথ্য-উপাত্তনির্ভর স্মার্ট সল্যুশন তৈরি করতে হবে। স্টার্টআপ ছাড়া এ সংক্রান্ত প্রবৃদ্ধি ধরে রাখা যাবে না। বর্তমানে বৈশ্বিক বাজারকে লক্ষ্য করে ব্যবসা-বাণিজ্য অনলাইন-নির্ভর হয়ে পড়ছে।’

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টার নির্দেশনা উদ্ধৃত করে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘জ্ঞানভিত্তিক হাইটেক সেবা উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের মানুষ কেবল চতুর্থ শিল্প বিপ্লবের অংশীদারই হবে না, নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন— বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, বেসিসের প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির, ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, স্যামসাংয়ের আরঅ্যান্ডডি বিভাগের হেড অব সাপোর্ট স্টাফ গাজী মুনির উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্ৰামীণ ফোনের সিইও ইয়াসির আজমান।

হাসান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়