ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

১০ মাসে ১০ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্য অধিদপ্তর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ২ ডিসেম্বর ২০২১  
১০ মাসে ১০ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্য অধিদপ্তর

ফাইল ছবি

করোনাভাইরাসের টিকা দেওয়া শুরুর পর থেকে ১০ মাসে দেশের মানুষকে ১০ কোটি ডোজের বেশি টিকা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বুধবার (১ ডিসেম্বর) পর্যন্ত বাংলাদেশে ১০ কোটি ২ হাজার ১২৩ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে এক ডোজ টিকা পেয়েছেন ৬ কোটি ২৭ লাখ ৩৩ হাজার ৭৩৯ জন।  এর মধ্যে ৩ কোটি ৭২ লাখ ৬৮ হাজার ৩৮৪ জন দুই ডোজ টিকা নিয়ে তাদের টিকার কোর্স পূর্ণ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, ইতিমধ্যে দেশের মোট জনসংখ্যার ৩৭ শতাংশের বেশি মানুষ এক ডোজ টিকা পেয়েছেন। পাশাপাশি ২২ শতাংশের বেশি মানুষ দুই ডোজ টিকা পেয়েছেন।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। তার ১১ মাস পর এ বছরের ৮ ফেব্রুয়ারি সরকারিভাবে দেশে করোনাভাইরাসের টিকা কার্যক্রম শুরু হয়।

প্রথম অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা দিয়ে এ কার্যক্রম শুরু হলেও বর্তমানে ফাইজার-বায়োএনটেক, সিনোফার্ম এবং মডার্নার টিকা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বুধবার (১ ডিসেম্বর) পর্যন্ত অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার টিকা ১ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ৫৪৯ ডোজ, ফাইজারের ৩১ লাখ ১৬ হাজার ৬৯৫ ডোজ, সিনোফার্মের ৭ কোটি ৩১ লাখ ৭২ লাখ ৩৬০ ডোজ এবং মডার্নার ৫৩ লাখ ৪০ হাজার ৫১৯ ডোজ টিকা দেওয়া হয়েছে দেশের মানুষকে।

অপরদিকে, ১ ডিসেম্বর পর্যন্ত ৭ কোটি ২৫ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেছেন।

দেশের মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ, অর্থাৎ ১৩ কোটি ৮২ লাখ ৪৭ হাজার ৫০৮ জন মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে সরকার। পাশাপাশি বর্তমানে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হয়েছে।

মেয়া/এসবি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়