ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মহাপরিচালকের নেতৃত্বে ভারতে গেল বিজিবির প্রতিনিধিদল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ৪ ডিসেম্বর ২০২১  
মহাপরিচালকের নেতৃত্বে ভারতে গেল বিজিবির প্রতিনিধিদল

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতে গেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। আগামী ৮ ডিসেম্বর ঢাকায় ফিরবেন তারা।

শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিজিবির জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করে বিজিবির প্রতিনিধিদল। কলকাতা ও নয়াদিল্লি হয়ে শনিবার বিকেলে ভারতের জয়সালমির (রাজস্থান) বিমানবন্দরে পৌঁছান তারা। এ সময় বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান। 

বিজিবির প্রতিনিধিদলের এ সফর বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার সম্পর্ক আরও জোরদার, দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং উভয় দেশের সীমান্ত সমস্যা নিরসনে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে বিজিবি সীমান্ত কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও বিজিবি মহাপরিচালকের স্ত্রী সোমা ইসলাম বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন এবং বিএসএফের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।

মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়