ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

দেশের নদীর গতিপথ সোজা করার সুপারিশ 

সংসদ প্রতিবেদক   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ৮ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৬:৩৫, ৮ ডিসেম্বর ২০২১
দেশের নদীর গতিপথ সোজা করার সুপারিশ 

দেশের নদীর গতিপথ আঁকাবাঁকা না রেখে সোজা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বুধবার (৮ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন বৈঠকে সভাপতিত্ব করেন। 

বৈঠকে কমিটির সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এবং নুরুন্নবী চৌধুরী উপস্থিত ছিলেন।
       
বৈঠকে কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ি উপজেলাধীন ধরলা নদীর বন্যা নিয়ন্ত্রণসহ বাম ও ডান তীর সংরক্ষণ প্রকল্পের বর্তমান অবস্থার প্রতিবেদন উপস্থাপন করা হয়। 

কমিটি পানি সম্পদ মন্ত্রণালয়ের গৃহীত প্রকল্পসমূহের সচিত্র প্রতিবেদন বই আকারে প্রকাশের সুপারিশ করে।

বৈঠকে কুমিল্লা জেলার পুরাতন ডাকাতিয়া-নতুন ডাকাতিয়া নদী সেচ ও নিষ্কাশন প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন পেশ এবং সে সম্পর্কে আলোচনা করা হয়। কমিটি জমি ব্যবহার উপযোগী করে যথাযথ ব্যবস্থাগ্রহণ পূর্বক বাস্তবায়ন করার সুপারিশ করে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

আসাদ/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়