ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর পরিবারের পাশে ডিএনসিসি 

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ৮ ডিসেম্বর ২০২১  
সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর পরিবারের পাশে ডিএনসিসি 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘মানবিক দায়িত্ববোধ থেকেই সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্র মঈন উদ্দিন দুর্জ‌য়ের পরিবারের পাশে দাঁড়িয়েছে ডিএনসিসি।’

বুধবার (৮ ডিসেম্বর) দুপু‌রের পর রাজধানীর পূর্ব রামপুরায় সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষার্থীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের ডিএনসিসি মেয়র একথা বলেন।

এসময় মেয়র বলেন, ‘কোনো কিছুর বিনিময়েই নিহত স্কুলছাত্রের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। তা‌দের প‌রিবার‌কে মানবিক সহায়তা হিসেবে ‌ডিএন‌সি‌সির পক্ষ থে‌কে নগদ পঞ্চাশ হাজার টাকা দি‌চ্ছি।’

মেয়র নিহত শিক্ষার্থী‌দের পরিবারের একমাত্র আয়ের উৎস একটি ছোট্ট চায়ের দোকানকে ট্রেড লাইসেন্স প্রদানের মাধ্যমে বৈধতা ‌দেন। এছাড়া খুব শিগগিরই দোকানটিকে ডিএনসিসির পক্ষ থেকে মালামাল দি‌য়ে সুসজ্জিত করে দেওয়ার ঘোষণাও দেন মেয়র।

বড় ছে‌লে‌কে একটা সরকা‌রি চাক‌রির ব্যবস্থা করার আবেদন জানান, মঈন উদ্দিন দুর্জ‌য়ের মা। সেই আবেদনের প্রেক্ষি‌তে তা‌কে লাইসেন্সসহ ঢাকা উত্তর সি‌টি কর‌পো‌রেশ‌নে আবেদন করার কথা ব‌লেন মেয়র। নিহত দুর্জ‌য়ের বড় ভাই‌য়ের ড্রাইভা‌রের চাক‌রি দেওয়ার আশ্বাসও দেন মেয়র আতিক। 

ডিএনসিসি মেয়র বলেন, ‘সড়ক দুর্ঘটনা কারও কাম্য নয়। রাস্তায় চালকদের অধিকতর সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে। লাইসেন্স ছাড়া কোনো গাড়ি রাস্তায় নামানো যাবে না। ঢাকার রাস্তায় কোনো অবৈধ গাড়ি চলতে দেওয়া হবে না।’

মেসবাহ য়াযাদ/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়