ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ইউএস বাংলার ফ্লাইট: ২০ মিনিট আগে চেক-ইনের অনুরোধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ৯ ডিসেম্বর ২০২১   আপডেট: ১২:০৬, ৯ ডিসেম্বর ২০২১
ইউএস বাংলার ফ্লাইট: ২০ মিনিট আগে চেক-ইনের অনুরোধ

ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের অন-টাইম ফ্লাইট ছাড়ার ধারাবাহিকতা বজায় রাখতে অভ্যন্তরীণ গন্তব্যের প্রতিটি ফ্লাইটের নির্দিষ্ট সময়সূচির ২০ মিনিট আগে যাত্রী সাধারণের চেক-ইন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করেছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের অধিকতর সেবা নিশ্চিতকরনের লক্ষ্যে ২০ মিনিট আগেই চেক-ইন সম্পর্কিত সব ধরনের কার্যাবলী সম্পন্ন করতে হবে।   ইউএস-বাংলা যাত্রা শুরুর পর থেকে গত প্রায় ৮ বছর যাবত ৯৮.৭% অন-টাইম নিয়ে ফ্লাইট পরিচালনা করছে। 

এছাড়াও অভ্যন্তরীণ রুটে অন-টাইম ফ্লাইট পরিচালনার জন্য ২০২০ সালে অ্যাভিয়েশন পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর কর্তৃক ইউএস-বাংলা সেরা অন-টাইম এয়ারলাইন্সের পুরষ্কার লাভ করেছে বলে এয়ার লাইন্সটির মহাব্যবস্থাপক (জন সংযোগ) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

মেয়া/এসবি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়