ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মুরাদ কোথায় থাকবেন, সেটা তার ব্যাপার: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ৯ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৬:৩৪, ৯ ডিসেম্বর ২০২১
মুরাদ কোথায় থাকবেন, সেটা তার ব্যাপার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফােইল ফটো)

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বিদেশে যাবেন, নাকি দেশে থাকবেন, সেটা তার ব্যাপার। তার বিরুদ্ধে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডা. মুরাদ হাসান বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন কি না, তা আমার জানা নেই। তিনি বিদেশে যাবেন, নাকি দেশে থাকবেন, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই। প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন। তিনি পদত্যাগও করেছেন। এখন তার বিরুদ্ধে কেউ যদি সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ করেন, তা তদন্ত করে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

সম্প্রতি অনলাইন সাক্ষাৎকারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে অসৌজন্যমূলক কথা বলেন ডা. মুরাদ হাসান। এর পর প্রতিমন্ত্রী মুরাদের একটি কথোপকথন ফাঁস হয়, যাতে তিনি অশ্লীল ভাষায় চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে কথা বলেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিবাদে সোচ্চার হয়। সরকারও বিব্রতকর অবস্থায় পড়ে। এর পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দেন। পদত্যাগের পর মুরাদ হাসান কোথায় আছেন, তা নিশ্চিত করতে পারেননি দায়িত্বশীল কেউ।

মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়