ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিজয় দিবসে মোদির শুভেচ্ছা

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ১৬ ডিসেম্বর ২০২১  
বিজয় দিবসে মোদির শুভেচ্ছা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ফাইল ফটো)

বাংলাদেশের বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া, দুই দেশের বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী।

টুইটারে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উপলক্ষে আমি মুক্তিযোদ্ধা, ভারতীয় সশস্ত্র বাহিনীর যোদ্ধা, বীরাঙ্গনা এবং সাহসীদের মহান বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করতে চাই। আমরা একসঙ্গে অত্যাচারী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছি এবং তাদের পরাজিত করেছি।’

ঢাকায় ভারতের রাষ্ট্রপতির (রামনাথ কোবিন্দ) উপস্থিতি প্রত্যেক ভারতীয়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও টুইটে উল্লেখ করেন নরেন্দ্র মোদি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও টুইটারে স্বাধীন বাংলাদেশ ও বীর মুক্তিযোদ্ধাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে, মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে তিন দিনের সফরে বুধবার ঢাকায় এসেছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ।

প্রসঙ্গত, মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে এ বছর বিজয়ের ৫০ বছরে পদার্পণ করেছে বাংলাদেশ। বিজয়ের এ দিনটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে নানাভাবে উদযাপন করা হচ্ছে।

হাসান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়