ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লঞ্চে আগুন: হতাহতদের সার্বিক সহায়তার সুপারিশ 

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ২৭ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৫:৩৮, ২৭ ডিসেম্বর ২০২১
লঞ্চে আগুন: হতাহতদের সার্বিক সহায়তার সুপারিশ 

সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়

ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতদের সার্বিক সহায়তা দেওয়ার সুপারিশ করেছে  সংসদীয় কমিটি।

সোমবার (২৭ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৯তম বৈঠকে এই সুপারিশ করা হয়। 

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম (বীর উত্তম) বৈঠকে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শাজাহান খান, মো. মজাহারুল হক প্রধান, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং এস এম শাহজাদা বৈঠকে উপস্থিত ছিলেন। এ সময় লঞ্চ দুর্ঘটনায় শোক প্রকাশ করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

বৈঠকে ‘চট্টগ্রাম বন্দর কতৃর্পক্ষ বিল-২০২১’ নিয়েও আলোচনা করা হয় এবং সংশোধিত আকারে বিলটি চূড়ান্ত করে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে উত্থাপনের সুপারিশ করা হয়।

উল্লেখ্য, ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাওয়া এমডি অভিযান-১০ নামের লঞ্চে অগ্নিকাণ্ড ঘটে। এতে ৪০ জনের মৃত্যু হয়। আহত হন অনেকে। 

ঢাকা/আসাদ/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়