ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশি ৩৩ আশ্রয়প্রার্থীকে ফেরত পাঠালো জার্মানি

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ১৯ জানুয়ারি ২০২২  
বাংলাদেশি ৩৩ আশ্রয়প্রার্থীকে ফেরত পাঠালো জার্মানি

বাংলাদেশি অভিবাসীদের একটি দলকে ঢাকায় ফেরত পাঠিয়েছে জার্মানি। তারা দেশটিতে আশ্রয়ের আবেদন করেছিল। কিন্তু তাদের আবেদন বাতিল হয়। এ নিয়ে গত তিন মাসে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটলো।

বুধবার (১৯ জানুয়ারি) ইনফো মাইগ্রেন্টস এ তথ্য জানায়।

সংস্থাটি জানায়, বাংলাদেশি নাগরিকদের বহনকারী ফ্লাইটটি স্থানীয় সময় মঙ্গলবার রাতে ঢাকায় অবতরণ করে। ৩৩ জনের এই দলে জার্মানি ছাড়াও অস্ট্রিয়া থেকে ফেরত পাঠানো চার জন ও রোমানিয়া থেকে পাঠানো তিন জন ছিলেন।

এছাড়াও অভিবাসীদের যথাযথভাবে ঢাকায় পৌঁছে দিতে প্রায় ১০০ জন জার্মান পুলিশ সদস্য ফ্লাইটটিতে ছিলেন।

এর আগে আশ্রয় আবেদন বাতিল হয়ে যাওয়া বাংলাদেশিদের আরেকটি দলকে গত অক্টোবরে ফেরত পাঠায় বার্লিন। সেখানে মোট ৩২ জন ছিলেন।

ঢাকা/হাসান/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়