ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘ডিসিদের প্রতি অনুরোধ, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে চলুন’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ২০ জানুয়ারি ২০২২  
‘ডিসিদের প্রতি অনুরোধ, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে চলুন’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, ‘জেলার কোন কোন জায়গায় দুর্নীতি হয় এবং তাতে কোন কর্মকর্তারা যুক্ত থাকেন, সেটাও ডিসিদের (জেলা প্রশাসক) জানার সুযোগ আছে। তাই ডিসিদের অনুরোধ করেছি দুর্নীতি প্রতিরোধ করতে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলুন।’

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের শেষ অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা জেলা প্রশাসকদের অনুরোধ করেছি দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে। কারণ তারা জানেন, তাদের অফিসের কোথায় দুর্নীতি হয় বা হওয়ার সুযোগ আছে। মাঠ পর্যায়ে তাদের ভাল জানাশোনা আছে।’

জেলা প্রশাসকরা জনবল বাড়ানোর কথা বলেছেন এ নিয়ে দুদক কী ভাবছে জানতে চাইলে তিনি বলেন, ‘দেশের ৬৪ জেলার মধ্যে ১৮ জেলায় দুদকের অফিস নেই। এসব জেলায় জনবল ও বেতন-ভাতা দিয়ে অফিস স্থাপন করাটা যৌক্তিক হবে কিনা সেটা যাচাই করে দেখছি।’

দুদকের আইনজীবী প্যানেলের অনেকেই মামলার শুনানিতে উপস্থিত থাকেন না। আবার ওই প্যানেলে রাজনৈতিক প্রভাবে কিছু আইনজীবী ঢুকে পড়েন বলেও অভিযোগ আছে। এ প্রশ্নে তিনি বলেন, ‘অভিযোগটি সঠিক নয়। দুদকের আইনজীবী প্যানেল গঠনে আমরা কোনো পক্ষপাতিত্ব করি না। যে আইনজীবীরা দক্ষ ও সৎ তাদেরকেই প্যানেলে নিয়োগ দিই। দুয়েকজন অসুস্থ বা কোনো কারণে অনুপস্থিত থাকতেই পারেন। ফলাও করে অনুপস্থিতির বিষয়ে যা প্রচার হয়, সেটার কোনো ভিত্তি নেই।

আসাদ/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়