ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘অনুষ্ঠানে ১০০ জনের বেশি নয়’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ২১ জানুয়ারি ২০২২   আপডেট: ১৬:০৬, ২১ জানুয়ারি ২০২২
‘অনুষ্ঠানে ১০০ জনের বেশি নয়’

করোনার বিস্তার রোধে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি মানুষ অংশ নেওয়া যাবে না। সরকারি-বেসরকারি অফিস, শিল্পকারখানার কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই টিকা সনদ থাকতে হবে।

শুক্রবার (২১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে এসব বিধি-নিষেধের কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যারা যোগ দেবেন, তাদের অবশ্যই টিকা সনদ আনতে হবে।

আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাজার, শপিং মল, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চ ঘাট, রেলস্টেশনসহ সব ধরনের জনসমাগমস্থলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়