ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সচিবালয়ে পাস বন্ধ, গেটে দর্শনার্থীরা 

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ২৪ জানুয়ারি ২০২২  
সচিবালয়ে পাস বন্ধ, গেটে দর্শনার্থীরা 

ছবি: রাইজিংবিডি

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখা রয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) সকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। 

সচিবালয়ের মূল ফটকে দেখা গেছে, সচিবালয়ে এক ও দুই নম্বর গেটের মধ্যবর্তী দর্শনার্থী প্রবেশের স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বসে আছেন। সচিবালয়ে অফিস নেই এমন কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না অভ্যর্থনা কক্ষের বিভিন্ন স্থানে। পাশেই লেখা, ‘কোভিড-১৯ এর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়ে প্রবেশের সব ধরনের পাস বন্ধ। আদেশক্রমে কর্তৃপক্ষ’।

সরকারি নির্দেশনার কথা না জেনেই অনেক দর্শনার্থী এসেছেন। তাদের সচিবালয়ের আশপাশে ঘুরতে দেখা গেছে।

বোরহান কবির হোসেন নামের এসেছেন উত্তরা থেকে। তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যাওয়ার জন্য এসেছিলাম।  এসে শুনি পাস বন্ধ।  তাই চলে যাচ্ছি।

গেটে দায়িত্ব পালনরত একজন পুলিশ কর্মকর্তা বলেন, সোমবার সকাল থেকে কোনো দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে আজকে যাদের করোনার টিকা দেওয়ার ডেট আছে, এসএমএস দেখে তাদের আগের প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

/আসাদ/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়