সিইসি ও ইসি নিয়োগ বিল চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি
সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগ বিল-২০২২ চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি।
সোমবার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে চূড়ান্ত করা হয়।
কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মোস্তাফিজুর রহমান, মো. শামসুল হক টুকু, মো. আব্দুল মজিদ খান, শামীম হায়দার পাটোয়ারী, গ্লোরিয়া ঝর্ণা সরকার, রুমিন ফারহানা এবং সেলিম আলতাফ জর্জ অংশগ্রহণ করেন।
বৈঠকে জাতীয় সংসদ কতৃর্ক কমিটিতে প্রেরিত প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২-এর ওপর কমিটির সকল সদস্য আলোচনায় অংশগ্রহণ করেন এবং সংশোধিত আকারে বিলটি চূড়ান্ত করে জাতীয় সংসদের চলতি অধিবেশনে রিপোর্ট প্রদানের সুপারিশ করা হয়।
বৈঠকে আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আসাদ/সনি
আরো পড়ুন