ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বসিলায় দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:২৯, ২৫ জানুয়ারি ২০২২   আপডেট: ০১:৩৩, ২৫ জানুয়ারি ২০২২
বসিলায় দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান

রাজধানীর বসিলার লাউতলা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

সোমবার (২৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দুটি মার্কেট, গ্যারেজ ও বিভিন্ন দোকানপাট গুড়িয়ে দেয়া হয়। এছাড়া খালের ৫ একর জায়গা দখল করে তৈরি হওয়া ট্রাক স্টান্ড উচ্ছেদ করা হয়।

ত‌বে পূর্ব‌ ঘো‌ষিত কোনো নোটিশ ছাড়া এই অভিযানে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

তাদের অভিযোগ, কোনো ধরনের নোটিশ ছাড়াই এই অভিযান চালানো হয়। ফলে ব্যবসায়ীরা অনেক কিছু সরাতে পারেননি। এতে তা‌দের অনেক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘অবৈধ দখলদারদের নামে কোনো নোটিশ ইস্যু করা হবে না। বিনা নোটিশেই তাদের উচ্ছেদ করা হবে।’

তিনি আরও বলেন, ‘খালটির দৈর্ঘ্য ও প্রস্থ যা থাকার কথা বাস্তবে তার কিছুই নেই। অবৈধভাবে দখল ও স্থাপনা নির্মাণ করে খালটির অস্তিত্ব বিলীন করে দেয়া হয়েছে। আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের খালটি উদ্ধার করে বুড়িগঙ্গার সাথে সংযুক্ত করা হবে।’

মেয়র বলেন, ‘ইতোমধ্যে যারা অবৈধভাবে খাল দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন, তাদের দ্রুততম সময়ের মধ্যে অবৈধ দখল ছেড়ে দিতে হবে। অন্যথায় অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হবে।’

মেয়া/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়