ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘রাজধানীর জলাধার ভরাট করা যাবে না’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ২৭ জানুয়ারি ২০২২   আপডেট: ১৮:০৩, ২৭ জানুয়ারি ২০২২
‘রাজধানীর জলাধার ভরাট করা যাবে না’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ আছে, নগরীর জলাধার ভরাট করে সে জায়গায় কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না।’

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাজধানীর কুড়িল বিশ্বরোডের পাশের জলাধার উদ্ধার অভিযানকালে তিনি এ কথা বলেন।

ডিএনসিসির মেয়র বলেন, ‘কুড়িল বিশ্বরোডের পাশের এ জলাধার যুগ যুগ ধরে নিকুঞ্জের মানুষকে জলাবদ্ধতা থেকে রক্ষা করছে। এটি ভরাট করা হলে নিকুঞ্জসহ এয়ারপোর্ট রোডে বর্ষার সময় পানি জমবে। পানি নামার কোনো ব্যবস্থাই থাকবে না।’

রেলওয়ে কী করে এ জমি বরাদ্ধ দিয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘জলাধারের জায়গা সরেজমিন পরিদর্শন না করেই বাংলাদেশ রেলওয়ে এটা বরাদ্দ দিয়েছে। ১.৮৪ একরের এ জলাধার রক্ষায় প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়া হবে।’

এ সময় রাস্তার পাশে অনুমতি ছাড়া নির্মিত মিলিনিয়াম হোল্ডিং লিমিটেডের একটি সাইনবোর্ড ভেঙে ফেলা হয়।

এ সময় মেয়র আতিকুল ইসলাম সৃষ্ট সমস্যা সমাধানের বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সঙ্গে মুঠোফোনে কথা বলেন।

অভিযানকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলামসহ স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

মেয়া/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়