ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৬৬ জন পেলেন ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আবৃত্তি স্মারক’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫২, ২৭ জানুয়ারি ২০২২  
৬৬ জন পেলেন ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আবৃত্তি স্মারক’

আবৃত্তি, শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের ৬৬ জন গুণী ব্যক্তিকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আবৃত্তি স্মারক’-এ ভূষিত করা হয়েছে। তাদের মধ্যে ১৬ জনকে দেওয়া হয়েছে মরণোত্তর সম্মাননা।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাজধানীর শিল্পকলা একাডেমিতে পাঁচ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব ২০২০-২২’ এর উদ্বোধনী দিনে গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এ উৎসবের আয়োজন করেছে।

গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। পরে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে দেশবরেণ্য কবিদের কবিতা আবৃত্তি করা হয়। এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উপস্থিত থেকে সম্মাননা স্মারক বিতরণ করেন।

মরণোত্তর সম্মাননা পেয়েছেন—ওয়াহিদুল হক, নাজিম মাহমুদ, কামাল লোহানী, নিখিল সেন, অধ্যাপক নরেন বিশ্বাস, কাজী আবু জাফর সিদ্দিকী, মৃণাল সরকার, হেমচন্দ্র ভট্টাচার্য, তারিক সালাহউদ্দীন মাহমুদ, খান জিয়াউল হক, এস এম মহসিন, কাজী আরিফ, ইশরাত নিশাত, রণজিত রক্ষিত, কামরুল হাসান মঞ্জু এবং খালেদ খান।

সম্মাননাপ্রাপ্ত বাকি ৫০ গুণীজন হলেন—রামেন্দু মজুমদার, আতাউর রহমান, নাসির উদ্দীন ইউসুফ, ম. হামিদ, পিযূষ বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক নিরঞ্জন অধিকারী, ড. মুহাম্মদ সামাদ, বিপ্লব বালা, গোলাম কুদ্দুছ, লিয়াকত আলী লাকী, ড. আব্দুল মালেক, হারুন-অর-রশিদ, সুবর্ণা মুস্তফা, সাগর লোহানী, কেয়া চৌধুরী, নিমা রহমান, প্রজ্ঞা লাবনী, লায়লা আফরোজ, ডালিয়া আহমেদ, ইস্তেকবাল হোসেন, বেলায়েত হোসেন, রূপা চক্রবর্তী, মোহাম্মদ কামাল, মীর বরকত, হাসান আরিফ, গোলাম সারোয়ার, এনামুল হক বাবু, শিমুল মুস্তফা, মোকাদ্দেস বাবুল, আজমল হোসেন লাবু, আবু সুফিয়ান কুশল, আলম আরা জুঁই, সমরজিৎ দাস টুটুল, রফিকুল ইসলাম, রেজীনা ওয়ালী লীনা, ইকবাল খোরশেদ, ফয়জুল আলম পাপ্পু, মাহিদুল ইসলাম, কাজী মাহতাব সুমন, রাশেদ হাসান, আজহারুল হক আজাদ, মীর মাসরুর জামান রনি, মাসুদুজ্জামান, আহসান উল্লাহ তমাল, সৈয়দ শহীদুল ইসলাম নাজু, অনন্যা লাবনী পুতুল, শিরিন ইসলাম, মনিরুল ইসলাম, ঝর্না সরকার এবং লায়লা তারান্নুম চৌধুরী কাকলী।

সাবেক সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এবং সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়