ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিইসি ও ইসি নিয়োগ বিলে রাষ্ট্রপতির সম্মতি

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪০, ২৯ জানুয়ারি ২০২২  
সিইসি ও ইসি নিয়োগ বিলে রাষ্ট্রপতির সম্মতি

রাষ্ট্রপ্রতি মো. আবদুল হামিদ (ফাইল ফটো)

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগ বিল, ২০২২-এ সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির সম্মতির মধ্যে দিয়ে বিলটি আইনে পরিণত হলো।

শনিবার (২৯ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে জাতীয় সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২- এ সম্মতি দিয়েছেন।

গত বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে বিলটি সংসদে পাস হয়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বিলটি সংসদে উত্থাপন করলে এটি কণ্ঠভোটে পাস হয়।

বিএনপি, জাতীয় পার্টি, গণফোরাম ও ওয়ার্কার্স পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা এ বিলের সমালোচনা করেছেন। তারা বলেছেন, রাজনৈতিক দল ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা ছাড়াই তাড়াহুড়ো করে বিলটি প্রণয়ন করা হয়েছে।

আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়