ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু 

মেডিক্যাল প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ১ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১৭:৪০, ১ ফেব্রুয়ারি ২০২২
ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু 

রাজধানীর গেন্ডারিয়ায় ঘুড়ি উড়াতে গিয়ে সাত তলা ভবন থেকে নিচে পড়ে জিসান হোসেন (জিম বাবু) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জিসানের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার উড়িয়া গ্রামে। বর্তমানে সে তার মায়ের সঙ্গে গেন্ডারিয়ার ফরিদাবাদের ৫৩/৪ নম্বর একটি টিনশেড বাসায় ভাড়া থাকতো। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে জিসান ছিল সবার ছোট।

নিহতের মা জরিনা বেগম বলেন, ‘আমি যে বাসায় থাকি সেই বাসার দুইটা বাড়ির পরে বৈশাখী হাউসিং। ওই ভবনের দুই তলায় আমি কাজ করি। মঙ্গলবারও সেখানেই কাজ করছিলাম। আমার ছেলে দুপুরের দিকে ওই ভবনটির ছাদে গিয়ে ঘুড়ি উড়াবে বলে আমার কাছ থেকে সুতা নিয়ে যায়। এর ঘণ্টা খানিক পরই বিকট শব্দ শুনতে পাই। জানালা দিয়ে দেখি আমার ছেলে নিচে পড়ে আছে। পরে ওকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। এ সময় চিকিৎসকরা আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।’ 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ‘লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’

বুলবুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ