ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জ্বলন্ত সিগারেট থেকে ঢামেকে আগুন, পরে নিয়ন্ত্রণ

মেডিক্যাল প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ২০ মার্চ ২০২২   আপডেট: ১৫:০২, ২০ মার্চ ২০২২
জ্বলন্ত সিগারেট থেকে ঢামেকে আগুন, পরে নিয়ন্ত্রণ

জ্বলন্ত সিগারেট থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের দ্বিতীয় তলার ২০১ নম্বর পেইন ওয়ার্ডের বারান্দায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে হাসপাতালে কর্মরত ওয়ার্ডবয়সহ অন্যরা ফায়ার এক্সটেনশন তরল গ্যাস স্প্রে করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন রোগীসহ তাদের স্বজনরা।

রোববার দুপুর পোনে ১ টার দিকে হাসপাতালের ময়লার স্তুপে আগুন লাগেভ

ঢামেক ওয়ার্ড মাস্টার আবুল হোসেন জানান, হাসপাতালের ২০১ নং ওয়ার্ডের বাথরুমে কে বা কারা সিগারেট পান করে। পরে তারা জলন্ত সিগারেট ভেনটিলেটার দিয়ে বাইরে ফেলে। কিন্ত তা ময়লার স্তুপের ভেতরে গিয়ে পড়লে আগুন ধরে যায়। এ সময় আতঙ্কগ্রস্থ হয়ে রোগীরা এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। পরে হাসপাতালে কর্মরত ওয়ার্ডবয়সহ অন্যরা ফায়ার এক্সটেনশন তরল গ্যাস স্প্রে করে ২৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলায় সিগারেট থেকে আগুনের ঘটনায় কোন হতাহত নেই। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বুলবুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়