ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

স্পিকারের সঙ্গে মাল্টার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ২৫ মার্চ ২০২২  
স্পিকারের সঙ্গে মাল্টার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মাল্টার রাষ্ট্রদূত রিউবান গুচি।

শুক্রবার (২৫ মার্চ) স্পিকারের বাসভবনে সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, সংসদীয় কার্যক্রম, সংসদীয় মৈত্রী গ্রুপ, ব্যবসা- বাণিজ্য, শ্রমবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, ‘বাংলাদেশের সাথে মাল্টার বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আছে। পারস্পরিক স্বার্থে ভবিষ্যতে এ সম্পর্ক অব্যাহত থাকবে।’

মাল্টার রাষ্ট্রদূত বলেন, ‘মাল্টায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির লোকজন অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’

বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বেশ শক্তিশালী, এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার দক্ষতার সাথে রোহিঙ্গা সমস্যা মোকাবিলা করছে।’

মাল্টায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করেন সে দেশের রাষ্ট্রদূত। বাংলাদেশ থেকে মাল্টায় যাতায়াত ভবিষ্যতে আরও সহজতর করার আশা ব্যক্ত করেন তিনি। মাল্টায় যাতায়াত প্রক্রিয়া সহজতর করার উদ্যোগকে মহৎ বলে উল্লেখ করেন শিরীন শারমিন চৌধুরী।

এ সময় মাল্টায় বাংলাদেশি মিশন প্রধান অনারারি কনসাল এম শোয়েব চৌধুরী ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএএম/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়