ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

দুই বছর পর বর্ষবরণে এসে আনন্দিত মানুষ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ১৪ এপ্রিল ২০২২   আপডেট: ১১:৪৬, ১৪ এপ্রিল ২০২২
দুই বছর পর বর্ষবরণে এসে আনন্দিত মানুষ

ছবি: মেসবাহ য়াযাদ

করোনা মহামারির কারণে গত দুই বছর বন্ধ ছিলো বর্ষবরণের অনুষ্ঠান। এবার রমনা বটমূলে পহেলা বৈশাখের উৎসবে এসে আনন্দিত সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রমনা বটমূলে আসা মানুষের মাঝে উৎসব আমেজ দেখা যায়।

রমনায় অনুষ্ঠান দেখতে আসা রাজধানীর মগবাজারের বাসিন্দা শোভা রহমান। তিনি রাইজিংবিডিকে বলেন, করোনার পর এ বছর পহেলা বৈশাখের আয়োজন হচ্ছে। এছাড়া রমজান মাস। ভেবেছি উপস্থিতি কম হবে। কিন্তু এসে দেখছি হাজার হাজার মানুষ। পান্তা ইলিশের আয়োজন না থাকলেও এসে ভালো লাগছে।

পরিবার ও আত্মীয়দের নিয়ে যাত্রাবাড়ী থেকে আসা সুজন বলেন, মহামারি করোনার জন্য টানা দুটি বছর নববর্ষের অনুষ্ঠান হয়নি। এ বছর সরকারিভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অন্যান্য বছর অনেক মানুষ হয়ে থাকে নববর্ষের এই অনুষ্ঠানে। রমজানে রোজা রাখার কারণে অনেকে হয়তো আসতে পারেননি। বিভিন্ন রঙের পোশাক পরে মানুষের উপস্থিতি বেশ ভালো লাগছে।

বাবা-মায়ের সঙ্গে রমনা বটমূলে নববর্ষের অনুষ্ঠান দেখতে আসা সালমা ইসলাম বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠানে এসে আমি আনন্দিত।  ভালো লাগছে অনুষ্ঠান দেখে।

/এএএম/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়