ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রাজধানীতে বৈশাখী মেলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ১৪ এপ্রিল ২০২২  
রাজধানীতে বৈশাখী মেলা

ছবি: মেসবাহ য়াযাদ

পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) উপলক্ষে রাজধানীর শাহবাগ মোড় থেকে কাঁটাবন মোড় পর্যন্ত বসেছে বৈশাখী মেলা। রাস্তার দুই পাশে বাঁশি, পুতুল, সাজার জিনিস, ঝুড়ি, ঢোল, একতারা, তবলা এবং রঙ বেরঙের খেলনার দোকান।

পহেলা বৈশাখ উদযাপনে রমনা এবং মঙ্গল শোভাযাত্রা শেষে ঘরে ফেরা নারী, পুরুষ ও শিশুরা এসব দোকানে ভিড় করছেন।  তাদের পছন্দ মতো জিনিস কিনে নিচ্ছেন।

রাস্তা ফাঁকা, গাড়ি নেই, ভালো বিক্রি হচ্ছে বলে জানালেন একতারা বিক্রেতা কামাল উদ্দিন।

শিশুদের রঙ বেরঙের বাঁশি, বেলুন নিয়ে বসেছেন মমিনুল্লাহ।   তিনি বলেন, সকাল থেকে ভালো বিক্রি হচ্ছে।  অন্য বছর সারাদিন এমন কী সন্ধ্যার পরও দোকান করতাম। এবার পুলিশ এসে বলে গেছেন, দুপুরের মধ্যে দোকান গুটিয়ে ফেলতে।

নারীদের সাজ গোজের জিনিস নিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে বসেছেন, মমিনা বেগম। তিনি জানান, বিক্রি ভালো হচ্ছে। কষ্ট করে রোদের মধ্যে বসে আছি, কয়টা বেশি টাকার জন্য।  সামনে ঈদ, কত খরচ।

বিভিন্ন বয়সী নারী পুরুষ এসব ভ্রাম্যমাণ দোকান থেকে তাদের বা সন্তানের জন্য বিভিন্ন পণ্য নিয়ে হাসিমুখে বাসায় ফিরছেন।  কোনো রকম ঝামেলা ছাড়াই পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ হওয়ায় খুশি সবাই।

/মেয়া/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়