ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বাবা-মায়ের পর চলে গেল শিশু ফাতেমা

মেডিক্যাল প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ২৬ এপ্রিল ২০২২   আপডেট: ১৭:১৪, ২৬ এপ্রিল ২০২২
বাবা-মায়ের পর চলে গেল শিশু ফাতেমা

এই ছবিটি এখন শুধুই স্মৃতি

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের মৃত্যুর পর এবার চলে গেলো দুই বছরের মেয়ে ফাতেমা আক্তারও। 

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে ।

এর আগে বুধবার (২০ এপ্রিল) রাত সাড়ে তিনটার দিকে যাত্রাবাড়ী কোনাপাড়া আড়াবাড়ি বটতলার আব্দুল কালামের চারতলা বাড়ির নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গৃহকর্তা আব্দুল করিমের শরীরে ৫৪ শতাংশ দগ্ধ হয়েছিলো। তার স্ত্রী খাদিজা আক্তার দগ্ধ হন ৯৫ শতাংশ। সে সময় মেয়ে ফাতেমার শরীরের ৩৫ শতাংশ ঝলসে যায়। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনষ্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইয়ুব হোসেন জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশু ফাতেমা মারা যায়।। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল। সোমবার শিশুটির দগ্ধ বাবা মা দুই ঘণ্টার ব্যবধানে মারা যান। এই নিয়ে ওই পরিবারের তিন জনই মারা গেলন।
 

বুলবুল/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়