ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আশুলিয়ায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু 

মেডিক্যাল প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ১৭ মে ২০২২  
আশুলিয়ায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু 

সাভারের আশুলিয়ায় ছিনতাইকারী সন্দেহে জনতার গণপিটুনির শিকার নাম না জানা (৩০) এক যুবক মারা গেছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ মে) সকাল ৯ টার দিকে তিনি মারা যান। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৬ মে) রাত ১০টার দিকে আশুলিয়া এলাকার একটি মার্কেটের পেছন থেকে অচেতন অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়।  

এসআই আসলাম বলেন, আমরা খবর পেয়ে আশুলিয়া এলাকার একটি মার্কেটের পিছনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি ওই যুবককে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরো বলেন, আমরা স্থানীয় লোকজনের মুখে জানতে পেরেছি ওই যুবক ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন তাকে ধরে গণধোলাই দেয়।এতে তিনি গুরুতর আহত হন। 

এসআই আসলাম জানান, নিহত  যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পরনে লাল রঙয়ের ফুলহাতা শার্ট ও নীল রঙের জিন্স প্যান্ট ছিল। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বুলবুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়